সূচকের পতনে মধ্য দিয়ে লেনদেন শেষ

দেশের পুঁজিবাজারে সূচকের পতনে মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ব্যাংক-বিমা আর্থিক প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি খাতের শেয়ারের দর কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

জানা গেছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫৩ পয়েন্ট কমে ৭ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছে। এদিকে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে এবং ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট হ্রাস পেয়েছে।

 

এদিন ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে ৭১টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, ২৭০টি দর কমেছে এবং ৩৯টির দর অপরিবর্তিত রয়েছে।

 

ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২১৩ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার। রোববার (২৩ জানুয়ারি) লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা কমেছে।

 

আজ লেনদেনে শীর্ষ থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বেক্সিমকো বিএসসি, বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফুয়াংফুড, এপেক্স ফুট, এশিয়া ইনস্যুরেন্স, বিএসসিসিএল, ফরচুন সুজ এবং লিন্ডে বিডি লিমিটেড।

 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫০ পয়েন্ট কমে ২০ হাজার ৫৫১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।