বসতঘর ভাঙচুর, আগুন
ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের
নারিকেলবাড়িয়া গ্রামে শুক্রবার ভোরে জমি দখলে নিতে ঘুমন্ত বৃদ্ধ আবুল হোসেন মৃধার পরিবারের
ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে
আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ।
আহতদের মধ্যে আবুল হোসেন মৃধা ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী
নাজমা বেগমকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন– আবুল
হোসেন মৃধার স্ত্রী পারভীন বেগম, ছেলে সোহেল মৃধা, শ্যালক কামাল হাওলাদার, মিম আক্তার,
মৃত বাবুল হোসেনের ছেলে ইমন ও তাঁর ৪ মাস বয়সী ছেলে মাহমুদ।
অভিযোগ থেকে জানা গেছে, ২০১২ সালে আবুল হোসেনের ফুফুর
কাছ থেকে ১২ শতাংশ জমি কেনেন মোয়াজ্জেম হোসেন মনোয়ার। মনোয়ার বিভিন্ন দাগ থেকে জমি
কিনলেও এক জায়গা থেকে ভোগ-দখলের চেষ্টা করে আসছিলেন। শুক্রবার ভোরে সে তার বেয়াই শুক্তাগড়
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সোবাহান হাওলাদার, ছেলে তৌহিদুল ইসলাম চানসহ
অর্ধশত ভাড়াটিয়া লোক নিয়ে আবুল হোসেনের ঘরে হামলা চালায়। তারা আবুল মৃধাকে সুপারি গাছের
সঙ্গে বেঁধে কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্য সদস্যদের ওপর হামলার এক পর্যায়ে অগ্নিসংযোগ,
চোখে গ্যাস স্প্রে করে বসতঘরে ভাঙচুর ও লুটপাট করে। নবজাতকসহ ঘুমন্ত শিশুরাও তাদের
হাত থেকে রেহাই পায়নি। ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে হামলাকারী তিনজনকে ধারালো অস্ত্রসহ
আটক করে। পরে তাদের ছেড়েও দেওয়া হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য আব্দুস
সোবাহান হাওলাদার। তাঁর দাবি, মনোয়ার তাঁর কেনা জমি দখল নিতে গেলে দু’পক্ষের
মধ্যে ঝামেলা বাধে। পুলিশ তাঁকে ফোন দিয়ে জানালে তিনি ঘটনাস্থলে যান। তিনি মারামারির
সঙ্গে জড়িত নন। তাঁর ছেলে তৌহিদুল ইসলাম চান ঢাকায় অবস্থান করছেন। তিনিও এ ঘটনায় জড়িত
নন।
অভিযোগ অস্বীকার করে মোয়াজ্জেম হোসেন মনোয়ার জানান, আবুল
হোসেনের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হলে
তাঁর লোকজন অতর্কিতে হামলা চালায়। এ সময় তাঁর সঙ্গে থাকা রফিকুল ইসলাম নান্নুসহ চারজন
আহত হয়েছেন।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, সংঘর্ষের খবর
পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ
পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে