সভাপতি ও প্রধান শিক্ষক মিলেমিশে লুটপাট

আছমত আলী খান (এ কে) ইনস্টিটিউশনের বরখাস্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির বিস্তর অভিযোগ তুলেছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরীন পারভীন। ২০২২ সালের ৩০ জানুয়ারি সহকর্মী ১৮ শিক্ষককে পাশে বসিয়ে ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে নানা অভিযোগ সামনে আনেন। আইরীন এখনও প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তবে তাঁর চার বছরের দায়িত্ব পালনের সময় প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাৎ এবং অপ্রয়োজনীয় উন্নয়ন খরচের নামে ১ কোটি ১৫ লাখ টাকা অপচয়ের প্রমাণ মিলেছে। 
সম্প্রতি ২০২০ সালের ১ জুলাই থেকে এ বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের নিরীক্ষা হয়। কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন নিরীক্ষণ করেন। নিরীক্ষা প্রতিবেদনে উল্লিখিত তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটি সমকালের হাতেও এসেছে।
২০২০ সালের ২৭ জুলাই থেকে গত ৩০ জানুয়ারি পর্যন্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন মহানগর আওয়ামী লীগের 
যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু। এর মধ্যে ৬ মাস অ্যাডহক কমিটির সভাপতি ছিলেন তাঁর স্ত্রী নূপুর জাহান। হাসান মাহমুদ বাবু সভাপতি হয়েই প্রধান শিক্ষক জসিমকে বরখাস্ত করেন। ধারণা করা হচ্ছে, সভাপতি বাবু ও ভারপ্রাপ্ত 
প্রধান শিক্ষক মিলেমিশে প্রতিষ্ঠানটির কোটি টাকা লোপাট করেন।  
এ কে ইনস্টিটিউশনের অবস্থান বরিশাল নগরের প্রাণকেন্দ্র হেমায়েত উদ্দিন সড়কের গীর্জা মহল্লায়। গীর্জা মহল্লা নগরের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা। বিদ্যালয়ের বিশাল মার্কেটে এ সড়কের বিপণিবিতানগুলো গড়ে উঠেছে। বান্দ রোডে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও সংলগ্ন ইট-বালু বিক্রির মাঠটির মালিকও তারা। প্রতিষ্ঠানটির বার্ষিক আয় প্রায় ৪ কোটি টাকা। এ কারণে এ কে ইনস্টিটিউশনকে নগরের সবচেয়ে ধন্যাঢ্য বিদ্যালয় বলা হয়। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটা সময় প্রতিষ্ঠানটির বিপুল টাকার ওপর রাজনৈতিক দৃষ্টি পড়ে। ২০২০ সালে তৎকালীন সভাপতি আওয়ামী লীগ নেতা গোলাম মাসউদ বাবলুকে হটিয়ে সভাপতি হন বাবু। তিনি তৎকালীন সিটি মেয়র সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ ছিলেন। বাবলুর সময়ে মার্কেট নির্মাণে অর্থ তছরুপের অভিযোগে ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনকে বরখাস্ত করেন বাবু। তাঁর বিরুদ্ধে মামলাও হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরীনের নেতৃত্বে জসিম উদ্দিনের বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ ধারাবাহিকভাবে প্রচার করা হয়। গত জানুয়ারিতে বাবু সভাপতি পদ হারালে বাবলু ফের সভাপতি হন। জুলাইয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার নিরীক্ষণে বাবু ও আইরীনের বিরুদ্ধেই অর্থ আত্মসাতের অস্তিত্ব মেলে। 
জানা গেছে, প্রতিষ্ঠানটি অতি বাণিজ্যিকীকরণ করতে গত বছর বিদ্যালয়ের পশ্চিম দিকের শ্রেণিকক্ষের জানালা বন্ধ করে ১১টি স্টল করা হয়েছে। স্টলগুলো বণ্টন করা হয়েছে নিজেদের মধ্যে। এর মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরও স্টল রয়েছে। 
অনিয়মের নানা তথ্য তুলে ধরে নিরীক্ষণে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব রক্ষায় টালি খাতা ছিল না। ৪ বছরে শুধু অভ্যন্তরীণ নিরীক্ষা হয়েছে। বড় খাতে খরচের পরিমাণ বেশি দেখানো হয়। উদাহরণ টেনে উল্লেখ করা হয়, ২০২১-২২ অর্থবছরে ইন্টারনেট-সংশ্লিষ্ট খরচ হয় ২৭ হাজার টাকা। পরের বছর তা প্রায় পাঁচ গুণ হয়; ১ লাখ ৩০ হাজার টাকা। মাত্রাতিরিক্ত খরচের উপযুক্ত ব্যখ্যা পাওয়া যায়নি।  
১৯৯৬ সালের পর অস্থাবর সম্পত্তি হালনাগাদ করা হয়নি। ফলে আগে কী পরিমাণ আসবাব ও সরঞ্জাম ছিল, নতুন কী কেনা হয়েছে; চিহ্নিত করার উপায় ছিল না। বিদ্যালয়ের গঠনতন্ত্র না থাকায় সভাপতি ও প্রধান শিক্ষকের আর্থিক ক্ষমতা ছিল সীমাহীন। গত ৪ বছরে প্রায় কোটি টাকার উন্নয়ন কাজ হলেও এগুলো দরপত্রের মাধ্যমে হয়নি। এমনকি প্রকল্প কমিটিও ছিল না। স্টল ভাড়া বাবদ যখন লাখ লাখ টাকা আয় ছিল না, তখনও প্রতিবছর বিদ্যালয়ের প্রবৃদ্ধি থাকত। অথচ গত দুই বছরে কোনো প্রবৃদ্ধি নেই। 
শিক্ষার মানের অবনতি হয়েছে উল্লেখ করে ৫ বছরের নিরীক্ষণে বলা হয়, প্রথম ৪ বছরে প্রতিবছর গড়ে ১১১ জন এসএসসি পরীক্ষার্থী ছিল। চলতি বছর সেটা কমে হয় ৬৫ জনে। শিক্ষার্থী সংখ্যা কমলেও ১৫ জন খণ্ডকালীন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে অর্থের অপচয় করা হয়েছে। 
অনিয়ম বিষয়ে বরখাস্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ নেই। আমি বিগত সভাপতি বাবুর ব্যক্তিগত আক্রোশের শিকার। আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিলেও সাক্ষীরা এখন আদালতে যাচ্ছেন না। বরখাস্ত আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেছি। এ ছাড়া বরখাস্ত আদেশের বৈধতা যাচাইয়ে শিক্ষা বোর্ড গত সপ্তাহে তদন্ত কমিটি গঠন করেছে।   
নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরীন দাবি করেছেন, তিনি উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। চেক ইস্যু রেজিস্টার ও চেকে সভাপতির সঙ্গে শুধু যৌথ সই করেছেন। হিসাবরক্ষক দাবি করেছেন, ব্যাংক থেকে টাকা তুলে সব সভাপতির হাতে তুলে দিয়েছেন। তাঁর কথামতো ভাউচার লিখেছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরীন পারভীন 
বলেন, নিরীক্ষা প্রতিবেদন আমি হাতে পাইনি। আর্থিক অনিয়ম হয়ে থাকলে তার দায় সভাপতির। শ্রেণিকক্ষের জানালা বন্ধ করে স্টল নির্মাণ ঠিক 
হয়নি স্বীকার করে বলেন, এটাও সাবেক সভাপতি বাবু করেছেন।  
আগের সভাপতি গোলাম মাসউদ বাবলু বলেন, গত জুলাইয়ে করা নিরীক্ষা প্রতিবেদন জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তাদের। প্রয়োজন বোধ করলে তারা আমার মেয়াদকালের নিরীক্ষণও করতে পারে। 
এ ব্যাপারে সাবেক সভাপতি হাসান মাহমুদ বাবুর মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে আছেন বলে জানা গেছে।