জুলাই-আগস্ট গণহত্যার ন্যায়বিচার দেখতে চাই: প্রধান বিচারপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই-আগস্টের গণহত্যার বিচারের দিকে পুরো জাতি তাকিয়ে আছে, আমিও একজন সাধারণ নাগরিক হিসেবে এর ন্যায়বিচার দেখতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

প্রধান বিচারপতি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হলো। এই ভূ-খণ্ডের বিচার বিভাগীয় ইতিহাসে ঐতিহাসিক এই স্থাপনাটি ঢাকা হাইকোর্ট বা পুরাতন হাইকোর্ট ভবন হিসেবে যে মহান ঐতিহ্য ধারণ করে আছে, ২০২৪ এর জুলাই- আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন, যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচারের শ্বাশ্বত নীতিগুলোর অনুসরণের মাধ্যমে তা নতুন মাত্রায় পূর্ণতা পাবে।

ট্রাইব্যুনালের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, একজন সাধারণ নাগরিক তার হৃদয় উৎসারিত অকৃত্রিম চেতনাবোধ থেকে পুরো জাতির নৈতিক সমর্থনপুষ্ট একটি গণজোয়ার রুখতে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি প্রত্যাশা রাখছি। 

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, ট্রাইব্যুনালের সদস্য, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, ট্রাইব্যুনাল ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধোধনের পর প্রধান বিচারপতি বিচারের জন্য পুনর্গঠিত ঐতিহাসিক সাদা ভবনটির এজলাস, হাজতখানাসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। 

পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সা্ংবাদিকদের বলেন, আজ প্রধান বিচারপতি ট্রাইব্যুনাল উদ্বোধন করেছেন। নান্দনিক এ ভবনেই শুরু হবে মানবতাবিরোধী ও গণহত্যার বিচারকাজ। আমরা আশা করছি বিচারিক প্রক্রিয়ায় গতি আসবে। নতুন বিচারক, প্রসিকিউশন, তদন্ত সঙস্থা ও আসামিরা পাবেন নান্দনিক ভবন। 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচার সুষ্ঠুভাবে করার জন্য যা যা করার দরকার সবই করা হয়েছে। এই বিচারে অ্যাটর্নি জেনারেল অফিসের সহযোগিতার প্রয়োজন হলে তা করা হবে।

উল্লেখ্য, ১৯০৫ সালে গভর্নর হাউজ হিসেবে যাত্রা করা পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং ২০১০ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিচার চলার মধ্যেই ঝুঁকিপূর্ণ বিবেচনায় আওয়ামী লীগ সরকার ২০২২ সালের প্রথম দিকে শত বছরের পুরোনো ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাইব্যুনাল। পুরোনো এই ভবনের পাশেই টিনশেডের স্থাপনা তৈরি করে সেখানে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। এরপর থেকে নতুন টিনশেড স্থাপনাতেই আপাতত চলে আসছিল ট্রাইব্যুনালের বিচারকাজ। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই-আগস্ট গণহত্যার বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে টিনশেড স্থাপনাতেই বিচারকাজ শুরু হয়। 

এদিকে ট্রাইব্যুনালের অবকাঠামো আন্তর্জাতিক মানের করতে পুরোনো ভবনটি সংস্কারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। গত অক্টোবর থেকে গণপুর্ত মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে পুরোদমে শুরু হয়ে সংস্কার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নতুনভাবে সাজানো হয়েছে এজলাসকক্ষ। 

একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী ১৮৮ রাজাকারের বিরুদ্ধে করা মামলায় গত ১৪ বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৫৬টি বিচারের রায় এসেছে। ২০১০ সালের ২৫ মার্চ আওয়ামী লীগ সরকারের সময়ে একাত্তরে মানবতাবিরোধী এ অপরাধের বিচারের জন্য গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।