ময়মনসিংহের সমন্বয়ক আশিকুরকে হত্যার হুমকি, থানায় জিডি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের সমন্বয়ক আশিকুর রহমানকে মোবাইলে ফোনে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় তিনি জিডি করেছেন।

আশিকুর রহমান ঈশ্বরগঞ্জ উপজেলার তারুনদিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আবু তালেবের ছেলে। তিনি ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকার একটি বাসায় থাকতেন।

জিডিতে আশিকুর রহমান উল্লেখ করেছেন, গত ১৫ ডিসেম্বর রাত ৮টার দিকে বাসায় যাওয়ার সময় তাঁর মোবাইল ফোনে আলাপ অ্যাপস থেকে কল করেন অজ্ঞাত ব্যক্তি। কলদাতা তাঁর নিজের পরিচয় না দিয়ে প্রাণনাশের হুমকি দেন। ফোনে অপর প্রান্ত থেকে জানতে চাওয়া হয় আমি সমন্বয়ক কিনা। হ্যাঁ জবাব দিলে আমাকে বলতে থাকে, তোকে গুলি করে মারব না, জবাই করে মারব না, সময় নিয়ে মারব। যতদিন বেঁচে থাকবি, তোর জন্য শুভ কামনা। 

আশিক বলেন, হত্যার হুমকি পেলেও প্রথমে গুরুত্ব দিইনি। কিন্তু নিজের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় জিডি করেছি। কারা এসব করছে বুঝতে পারছি না। তবে আমি এসব ভয় পাই না। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।