ময়লার দুর্গন্ধে জীবন অতিষ্ঠ
বাগেরহাট পৌরসভার ময়লার ভাগাড়ের দুর্গন্ধে
এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। পরিবেশ দূষণের কারণে সাধারণ মানুষের অসন্তোষ বেড়েই
চলেছে। এতে বিশেষত মাঝিডাঙ্গার অধিবাসীদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তা
ছাড়া দুর্গন্ধের কারণে চারপাশ দিয়ে হাঁটাচলাও কঠিন হয়ে উঠেছে। সমস্যাটি এত প্রকট
হওয়া সত্ত্বেও পৌরসভা কর্তৃপক্ষ এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
২০১৯ সালে বাগেরহাট পৌরসভা ১০ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং প্লেস নির্মাণ প্রকল্প হাতে
নেয়, যদিও এর দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। গত পাঁচ বছরে কেবল ভূমি অধিগ্রহণ ছাড়া
কোনো কাজ হয়নি, বলা চলে। এতে নাগরিক অসন্তোষ চরমে পৌঁছেছে।
সরেজমিন দেখা যায়, চারপাশে যত্রতত্র ময়লা ফেলা হয়েছে। এতে বহু জায়গায় ময়লার স্তূপ
তৈরি হয়েছে। একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা
ব্যাহত হচ্ছে। তাদের অভিযোগ, ময়লার দুর্গন্ধ এতটাই তীব্র যে, মানুষ নাক বন্ধ করে
রাস্তা পারাপার হতে বাধ্য হয়। বিভিন্ন সময় বাসিন্দারা নিজ এলাকায় বসবাসের
অনুপযোগিতা অনুভব করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, যা বড় উদ্বেগের
বিষয়।
এই অসহনীয় পরিস্থিতিতে বাগেরহাট পৌরসভার সাবেক মেয়র খান হাবিবুর রহমান একটি আধুনিক
বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এতে থাকবে
বায়োগ্যাস, কম্পোস্ট সার ও বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা। কিন্তু এখনও সে প্রতিশ্রুতি
কথাসর্বস্ব রয়ে গেল। আর কতদিন পৌরবাসীদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অপেক্ষা
করতে হবে, সেটি দেখার বিষয়। অথচ কর্তৃপক্ষের আন্তরিকতা থাকলে পরিস্থিতি পরিবর্তন
সম্ভব।
মানুষের মৌলিক অধিকারের একটি হলো বাসস্থান। সুস্থ সমাজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত
করার দায়িত্ব যেমন ব্যক্তির, তেমনি রাষ্ট্রেরও। পৌরসভা কর্তৃপক্ষ শিগগির ব্যবস্থা
না নিলে স্থানীয়দের বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এ জন্য ব্যক্তি ও রাষ্ট্রীয়
পর্যায় থেকে দায়বদ্ধতার পরিচয় দিতে হবে। পৌর কর্তৃপক্ষের উচিত দ্রুত কাজ শুরু করে
নিয়মিত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত এবং প্রকল্পটি দ্রুত শেষ করে স্থানীয় জনগণের
জীবনযাত্রা সহজ করা।
মো. আলিমুজ্জামান: শিক্ষার্থী, সরকারি প্রফুল্ল
চন্দ্র কলেজ, বাগেরহাট