ওসি-এসআইয়ের বিরুদ্ধে মামলা পুনঃতদন্তের নির্দেশ

চট্টগ্রামে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার সাবেক ওসি নাজিম উদ্দিন মজুমদার ও এসআই আবদুল আজিজের বিরুদ্ধে করা মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ওই দুই পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে সিআইডির চূড়ান্ত প্রতিবেদনও আদালত খারিজ করে দিয়েছেন। মঙ্গলবার চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, সিআইডি মামলাটি তদন্ত শেষে আসামিদের অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। ওই প্রতিবেদনে বাদী নারাজি আবেদন করেন। মঙ্গলবার শুনানি শেষে মামলাটি এসপি পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে পুনঃতদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে ২০২৩ সালে ১০ জানুয়ারি রোগী ও স্বজনের আন্দোলনে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ওই দিন পাঁচলাইশ থানার তৎকালীন ওসি নাজিম উদ্দিন ঘটনাস্থল থেকে মারতে মারতে মো. মোস্তাকিম নামে এক যুবককে আটক করেন। চমেকের প্রধান ফটকের বিপরীতে এপিক হাসপাতালে নিয়েও তাকে মারধর করা হয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগে পাঁচলাইশ থানার এসআই মোস্তাফিজুর রহমানের করা মামলায় মোস্তাকিমকে গ্রেপ্তার দেখানো হয়। 

জামিনে মুক্তি পাওয়ার পর ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা করেন মোস্তাকিম। এতে ওসি নাজিম উদ্দিন মজুমদার ও এসআই আবদুল আজিজকে আসামি করা হয়। আদালত পরে মামলাটি তদন্তে সিআইডিকে নির্দেশ দেন। গত বছরের ১১ মে ওসি ও এসআইকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সরকারি সংস্থাটি।