কাঠের আসবাব থেকে ঘুণ, ছাড়পোকা দূর করার ৫ উপায়
অনেকেই কাঠের আসবাবে ঘর সাজাতে পছন্দ করেন। সদ্য কেনা আসবাবেও ঘুণপোকা ধরতে পারে। আর পুরোনো হলে তো কথাই নেই। বিশেষ করে যাদের বাসার আসবাব ২০-৩০ বছরের পুরোনো, সেসব আসবাবের ভেতর থেকে ঘুণপোকার কাঠ কাটার শব্দ শোনা যায়। আবার আসবাবের ভেতরে ছাড়পোকা-উইপোকাও বাসা বাধে। এজন্য কাঠের আসবাবের সঠিক যত্ন নিতে হবে।
১. কাঠের আসবাব সব সময় শুকনো রাখতে হবে। পানি পড়তে দেওয়া যাবে না। কেননা ভেজা কাঠে ঘুণপোকা জন্মায়। ভেজা, স্যাঁতসেঁতে জায়গাতেই ডিম পাড়ে। কাঠের আসবাব ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করবেন না। সব সময় শুকনো সুতি কাপড়ের সাহায্যে পরিষ্কার করুন
২. কাঠের আসবাবে কোনো ছিদ্র হয়েছে কিনা লক্ষ রাখুন। পুরনো দিনের কাঠের আসবাব হলে এমন হতে পারে। ছিদ্র হলে কারিগর ডেকে ঠিক করিয়ে নিতে হবে। মোম বা গালা জাতীয় কিছু দিয়ে আসবাবের ছিদ্র বন্ধ করে দেওয়া প্রয়োজন। নয়তো ওই ছিদ্রপথেই ঘুণপোকা আসবাবে ঢুকে ডিম পাড়বে।
৩. আপনার বাসায় কি সেগুন বা মেহগনি কাঠের খাট বা আলমারি আছে? সেগুলো কি অনেক পুরোনো? তাহলে একবার বার্নিশ বা রঙের প্রলেপ লাগিয়ে দিন। রঙের উগ্র গন্ধ পোকামাকড় সহ্য করতে পারে না।
৪. আসবাবকে ঘুণপোকার হাত থেকে বাঁচাতে বোরন পাউডার ব্যবহার করুন। এটি বাজার থেকে কিনে এনে আসবাবে স্প্রে করতে পারেন।
৫. যেকোনো পোকামাকড়ের উপদ্রব কমাতে পারে নিমতেল। বাড়িতে যদি পোকার উৎপাত বাড়ে, তাহলে সপ্তাহে তিন দিন বাড়ির মেঝে, কাঠের আসবাবে নিমতেল স্প্রে করুন।