গেইনারের শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের
প্রথম কার্যদিবস রোববার (২৩ জানুয়ারি) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে টপটেন গেইনার
বা শেয়ার দর বাড়ার শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন ১০২টির বা ২৬.৯৮ শতাংশের
শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস ইউনিয়ন ইন্স্যুরেন্সের
শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে
১৭.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে
ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় থাকা
অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের ৯.৬৩ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৭৪ শতাংশ,
এপেক্স ফুটওয়্যারের ৮.৭২ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.৬২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৩৯
শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৮.০২ শতাংশ, জেমিনি সী ফুডের ৭.০৮ শতাংশ, আরএকে সিরামিকের
৬.৯২ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.৮২ শতাংশ বেড়েছে।