ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির ২৪ কোটি টাকার লেনদেন
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানির ২৪ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪৭ লাখ ৯ হাজার ৫০৫টি শেয়ার ৮৭ বার হাত বদলের মাধ্যমে ২৪ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে জিবিবি পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকার লাফার্জহোলসিমের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৬১ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে সামিট পাওয়ারের।