দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকা দখল করেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটি ৬৩০ বারে ১৪ লাখ ৫৫ হাজার ৭৭৬টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিল লিমিটেড। আজ কোম্পানিটির দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।


দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রংপুর ফাউন্ডারি, এএমসিএল প্রাণ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ন্যাশনাল টি, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স ফুডস ও লাভেলো আইসক্রিম লিমিটেড।