ব্লক মার্কেটে ৪১ কোম্পানির ৬৯ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এতে তিন কোম্পানির সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৭ লাখ ৫৭ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৯ কোটি ২৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটি১ ৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের ১২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বুধবার ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, আমান ফিড, আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড, এশিয়া ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিভিও পেট্রো কেমিক্যাল, ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, গ্রামীণফোন।
এছাড়াও ব্লকে লেনদেন করেছে- আইএফআইসি ব্যাংক,ইনডেক্স অ্যাগ্রো, জনতা ইন্স্যুরেন্স, কেডিএস অ্যাক্সেসরিজ, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, লিন্ডেবিডি, লাভেলো আইসক্রিম, ম্যাকসন্স স্পিনিং, ন্যাশনাল হাউজিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দ্য পেনিনসুলা চিটাগং, ফনিক্স ফিন্যান্স, পওয়ার গ্রীড, প্যারামাউন্ট টেক্সটাইল,আরডি ফুড,সাইফ পাওয়ারটেক, শাহজালাল ইসলামী ব্যাংক ও সোনালী পেপার লিমিটেড।