ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশনেরক্রেডিট রেটিং সম্পন্ন

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের দুই কোম্পানি ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশনের ক্রেডিট রেটিং সম্পন্নের পর তা প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুটিকে রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ ওরিয়ন ফার্মাকে ‘এ১’ এবং ওরিয়ন ইনফিউশনকে ‘এ৩’ হিসেবে রেটিং দিয়েছে । ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ব্যাংকে দায়ের অবস্থাসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।