গেইনারের শীর্ষে ফারইস্ট ইসলামী লাইফ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭২৩ বারে ২৫ লাখ ৫৩ হাজার ৩৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৩২ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৪৭ বারে ৭ লাখ ৯০ হাজার ৫৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১৯ লাখ টাকা। ৩য় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৬৮ বারে ৬ লাখ ৭২ হাজার ৯২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯১ শতাংশ, এস আলমের ৯.৮৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭৯ শতাংশ, জাহিনটেক্সের ৯.৫৮ শতাংশ, একটিভ ফাইনের ৮.৬৯ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭.৮৮ শতাংশ এবং লাভেলোর শেয়ার দর ৭.৪০ শতাংশ বেড়েছে।