মুমিনুল-লিটনের জুটি পেরিয়েছে ১৫০ রান
২১ রানে পিছিয়ে থেকে চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ, চা বিরতির পর পঞ্চম ওভারেই সেই ব্যবধান ঘুচে গেল। টিম সাউদির করা ১২৪তম ওভারের শেষ বলে লিটন দাস দুই রান নিতেই প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রান ছুঁয়ে ফেলে বাংলাদেশ, হাতে ৬ উইকেট রেখেই।
এই প্রতিবেদন লেখার সময়ে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনের শুরুতে দারুণ আগ্রাসী বাংলাদেশের রান ১৩৯ ওভারে ৪ উইকেটে ৩৬০। লিটন দাস ও মুমিনুল হক – দুজনই দারুণ ব্যাটিং করছেন।শতকের দিকে ছুটছেন মুমিনুল, অপরাজিত আছেন ৮৮ রানে। অন্য প্রান্তে লিটন ব্যাট করছেন ৭৬ রানে। পঞ্চম উইকেটে দুজনের জুটি হয়ে গেছে ১৫৭ রানের। ১৩৭ ওভারে রবীন্দ্রর বলে মুমিনুলের চারে জুটিতে দেড় শ রান এসেছে।
চা বিরতির আগে শেষদিকে বেশ হিসেবী ব্যাটিং করেছিলেন লিটন ও মুমিনুল। দ্বিতীয় সেশনের শেষদিকে ওই সময়টুকুতে সেশনের শেষ ১১ ওভারে কোনো বাউন্ডারি নেয়নি বাংলাদেশ, ওই ১১ ওভারে রানও এসেছে ১৯।কাগজে-কলমে বাংলাদেশের বড় জুটির শেষ ভরসা এ দুজনই, সেটি বুঝতে পেরেই হয়তো সেশনের শেষ দিকে উইকেট হারানোর ঝুঁকি নেননি লিটন-মুমিনুল।
১০৮তম ওভারে বাউন্ডারি মেরে মুমিনুল অর্ধশতকে পৌঁছানোর পরই আর বাউন্ডারি মারার চেষ্টা দেখা যায়নি দুজনের ব্যাটে।কিন্তু চা বিরতির পর তৃতীয় সেশনে শুরু থেকেই উল্টো চিত্র! যেন নতুন শুরু! সেশনের প্রথম ওভারের তৃতীয় বলেই সাউদিকে চার মেরে শুরু মুমিনুলের, পরের ওভারে রবীন্দ্রকে দারুণ লেট কাটে চার মারেন লিটন। জুটিতে দেড় শ রান এনে দেওয়া মুমিনুলের বাউন্ডারির আগে দুজন আরও দুটি করে চার মেরেছেন।