সাবমেরিন কেবল সরকারের পক্ষে শেয়ার ইস্যু করবে

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির পরিচালনা পর্ষদ সরকারের পক্ষে শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, কোম্পানিটি সরকারের পক্ষে ১ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৩৭টি শেয়ার ইস্যু করবে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদনের পর এই শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

 

এজন্য কোম্পানিটি ২০১৫-১৬ অর্থবছরে ১৪০ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ২৬ কোটি টাকা এবং সরকারের কাছ থেকে ১২৬ কোটি টাকা পেয়েছিল।