এশিয়া ইন্স্যুরেন্সের অস্বাভাবিক হারে দর বাড়ায় ডিএসইর সতর্কতা
দেশের পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত
প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্সের অস্বাভাবিক ভাবে শেয়ার দর বৃদ্ধির কারণে কোম্পানিটিকে
সতর্কবার্তা পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, অস্বাভাবিক ভাবে শেয়ার দর
বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায়। এর প্রেক্ষিতে
কোম্পানিরি গত ২৭ ডিসেম্বর জানিয়েছে, অস্বাভাবিক হারে দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল
তথ্য তাদের কাছে নেই।
পর্যবেক্ষণে দেখা যায়, গত ১৫ ডিসেম্বর
কোম্পানিটির শেয়ারের দর ছিল ৮৭.৩০ টাকায়। আর ২৭ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে
দাঁড়ায় ১২৩ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৫.৭০ টাকা বা ৪১ শতাংশ
বেড়েছে।