মাশরাফী হাথুরুর কারণেই সফল, বলছেন সাকিব
অধিনায়ক হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজার
সাফল্যের পেছনে হাথুরুসিংয়ের কোচিং অধ্যায়ের বড় ভূমিকা দেখেন সাকিব আল হাসান। তার কথায়,
সেই সময় হাথুরুই মাঠ ও মাঠের বাইরে পুরো দলকে নিয়ন্ত্রণ করত। তাই মাশরাফীর জন্য নেতৃত্ব
খুব সহজ ছিল।
একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে
সাকিব বলেন, ‘হাথুরুসিংহে যখন ছিল, অর্ধেক অধিনায়কত্ব সেই করত।
(বেশ হেসে) অর্ধেক অধিনায়কত্ব সেই করছে। বাইরে থেকে বলে দিত কে পরের ওভার বল করবে।’
‘কে কোথায় ফিল্ডিং করবে। এবং ও তো খুব পার্টিকিউলার
ছিল। খুব বেশি রোল কাউকে প্লে করতে হতো না। সবাই জানত, কার কি কাজগুলো করতে হবে। ওই
জায়গাতে অনেক হেল্প হয়েছে। বাট সবারই কিছু না কিছু গুন আছে যেগুলোর কারণে সবাই যার
যার সময়ে ভালো করেছে।’
১৫ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে
হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফীসহ অনেকের নেতৃত্বেই খেলেছেন সাকিব। হাবিবুল
বাশারের সময়েই তার আন্তর্জাতিক ক্রিকেট শুরু। হাবিবুলেরই নেতৃত্বেই ওয়ানডে ক্রিকেটে
বড় বড় দলকে হারানো শুরু টাইগারদের। পরে তাকেও ছাড়িয়ে যান মাশরাফী বিন মোর্ত্তজা।
৮৮ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে মাশরাফী বাংলাদেশকে
জিতিয়েছেন ৫০ ম্যাচে। টি-টোয়েন্টি তার নেতৃত্বে ২৮ ম্যাচে ১০ জয় বাংলাদেশের। টেস্টে
অবশ্য একটির বেশি ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি তিনি। ২০০৯ সালে খেলা ওই টেস্টই নিজের
শেষ টেস্ট হয়ে আছে মাশরাফীর। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেই ম্যাচটা জিতেছিল বাংলাদেশ।
শুধু সাফল্যের পরিসংখ্যানেই নয়, মাশরাফী
পুরো দলকে দারুণভাবে অনুপ্রাণিত করতে পেরেছিলেন বলে মনে করা হয়। বিশেষ করে ২০১৪ সালে
নেতৃত্বে ফিরে।
তবে সাকিব ওয়ানডেতে অধিনায়ক মাশরাফীর সাফল্যের
বিষয়টি দেখেন অন্যভাবে। বলছিলেন, ‘পজিটিভ দিক হলো
আমরা ওয়ানডেতে সব সময়ই ভালো খেলি। এখন যদি বলি ঠিক আছে, ওনাকে টি-টোয়েন্টিতে পাঠিয়ে
দেন। রেজাল্ট যদি এনে দিতে পারে আপনি বুঝবেন ব্যতিক্রমী কিছু আছে, যে কারণে টি-টোয়েন্টিতে
আমাদের রেজাল্টটা ভালো করে দিল। অথবা টেস্টে।’
সাকিব আরও বলেন, ‘একটা ফরম্যাট,
যেটাতে আমরা ভালো করবোই। অধিনায়ক থাকুক আর না থাকুক। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, টপ ব্যাটারদের
মধ্যে আমরা চারজন প্রায় ২০০ করে ম্যাচ খেলা প্লেয়ার। আমাদের মতো এমন অভিজ্ঞ দলই কম
আছে আন্তর্জাতিক ক্রিকেটে। স্বাভাবিকভাবেই আমরা ভালো করবো না তো কারা করবে।’