অবশেষে পিছু হটছে রাশিয়া!
অবশেষে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে
নেওয়া শুরু করেছে রাশিয়া। রাশিয়ার সেনাদের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি শনিবার
জানিয়েছে, ইউক্রেনের কাছে মাসব্যাপী মহড়ার পর ১০ হাজারের বেশি সেনা রাশিয়া তাদের স্থায়ী
ক্যাম্পে সরিয়ে নিয়েছে।
ইন্টারফ্যাক্স তাদের প্রতিবেদনে বলেছে,
ইউক্রেনের কাছে বিভিন্ন অঞ্চলে যাদের মধ্যে ক্রিমিয়া, রুস্তব এবং কুবান রয়েছে সেখানে
রুশ সেনারা মহড়া চালায়।
ইউক্রেনের উত্তর, পশ্চিম এবং দক্ষিণে ১০
হাজার রুশ সেনা মোতায়েনের পর শঙ্কা বাড়ে যে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।
তবে রাশিয়া বরাবরই এমন অভিযোগ ভিত্তিহীন
বলে উড়িয়ে দেয়।
এর আগে মার্কিন গণমাধ্যমগুলো আশঙ্কা করে,
প্রায় পৌনে দুই লাখ সেনা নিয়ে ইউক্রেনে আক্রমণ চালাতে পারেন পুতিন। ইতোমধ্যেই প্রায়
এক লাখ সেনা সীমান্তে জড়ো হয়েছে।
গণমাধ্যমগুলোর মতে, আগামী জানুয়ারির শেষ
নাগাদ আক্রমণ চালানোর পূর্ণ প্রস্তুতিতে পৌঁছে যাবে রাশিয়া। তথ্যসূত্র: এনডিটিভি