নতুন অতিথি আসছে চিত্রনায়ক সিয়ামের ঘরে
চিত্রনায়ক সিয়াম আহমেদের পরিবারে নতুন
অতিথি আসছে। বাবা হতে চলেছেন সিয়াম। তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী প্রথমবার সন্তানের
জন্ম দিতে যাচ্ছেন। শনিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি
উক্তি শেয়ার করে সিয়াম নিজেই সুখবরটি জানিয়েছেন।
ফেসবুকে সিয়াম লিখেছেন, ‘দশটি ছোট আঙুল,
দশটি ছোট খেলনা, ভালোবাসা এবং আশির্বাদে আমাদের পরিবার বেড়ে উঠছে, বিশুদ্ধ আত্মা, খুব
মিষ্টি আর নতুন, একটি ছোট্ট জীবন, একটি স্বপ্ন সত্যি হয়ে আসছে’। সেই সঙ্গে ‘আলহামদুলিল্লাহ’ লিখে জানালেন
স্রষ্টার প্রশংসাও৷
ফেসবুকে এমন খবর জানানোর পর সেটি মুহূর্তেই
সেটি সিয়ামের ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে। মাত্র ২০ মিনিটের মধ্যেই ছবিটিতে লাইকের সংখ্যা
১৫ হাজার ছাড়িয়েছে।
দীর্ঘ ১০ বছরের প্রেমের পর ২০১৮ সালের
১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। এরপর থেকে
সুখে আছেন তারা।
উল্লেখ্য, ২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত
‘পোড়ামন ২’ সিনেমার মধ্য
দিয়ে সিয়ামের বড় পর্দায় অভিষেক ঘটে। শুক্রবার (২৪ ডিসেম্বর) মুক্তি পেয়েছে তার অভিনীত
সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। এছাড়া আগামী
৭ জানুয়ারি তার আরেকটি সিনেমা ‘শান’ মুক্তি পেতে যাচ্ছে।