আজ ১৩ কোম্পানির এজিএম
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)
আজ রোববার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এসিআই, এসিআই ফরমুলেশন, একমি ল্যাবরেটরিজ, সিভিও পেট্রোকেমিক্যাল,
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, প্রিমিয়ার সিমেন্ট,
পেপার প্রসেসিং, এএমসিএল (প্রাণ), জাহিন স্পিনিং, জাহিন টেক্সটাইল এবং উসমানিয়া গ্লাস।
সূত্র জানায়, আজ সকাল ৯টায় জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ও সাড়ে ৯টায় এএমসিএল
(প্রাণ) এবং ১০টায় জাহিন স্পিনিং ও এসিআই এর এজিএম অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় উসমানিয়া
গ্লাস ও রংপুর ফাউন্ড্রি, বেলা ১১টায় সোনারগাঁও টেক্সাইল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিভিও
পেট্রোকেমিক্যাল ও পেপার প্রসেসিং, সাড়ে ১১টায় একমি ল্যাবরেটরিজ ও এসিআই ফরমুলেশন এবং
বিকাল ৩টায় প্রিমিয়ার সিমেন্টের এজিএম অনুষ্ঠিত হবে।