ইউসিবি ১ হাজার কোটি টাকার বন্ড ছাড়বে

শেয়ারবাজারে আর্থিক খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এক হাজার কোটি টাকার বন্ড ছাড়বে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, কোম্পানিটি আনসিকিউরড, নন-কনভার্টেবল এবং রিডেমেবল পঞ্চম সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। ৭ বছর মেয়াদি এই বন্ডের আকার এক হাজার কোটি টাকা।

 

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে টায়ার-আইয়ের শর্ত পূরণের জন্য এই বন্ড ইস্যু করবে ব্যাংকটি।