লুজারের শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে হা-ওয়েল টেক্সটাইল। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৭টির বা ৩৮.৮৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, আগের কার্যদিবস হা-ওয়েল টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪.৯০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪১.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৭.৩৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে হা-ওয়েল টেক্সাটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

 

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.৬৫ শতাংশ, সোনালী পেপারের ৪.৯৯ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৪.৬৭ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৪.৬৫ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৪ শতাংশ, সিলকো ফার্মার ৩.৮৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩.৭৫ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩.৫৫ শতাংশ এবং প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ শতাংশ কমেছে।