শেয়ারবাজারে নজরদারি বাড়ানোর পরামর্শ দিল অর্থ মন্ত্রণালয়
শেয়ারবাজারের অস্থিরতা দূরীকরনে বাংলাদেশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) কারসাজিকারদেরকে নজরদারির আওতায় আনা
ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সম্প্রতি উপসচিব মো: গোলাম মোস্তফা সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বিএসইসি চেয়ারম্যানের
কাছে পাঠানো হয়েছে।
গত ২৬ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘সিন্ডিকেটেই ভরসা
নিয়ন্ত্রক সংস্থার! শেয়ারবাজারে বড় ধরনের অস্থিরতা’ শীর্ষক প্রতিবেদনের সূত্র ধরে
এই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে অসাধু কোন সিন্ডিকেট যাতে শেয়ারবাজারকে কারসাজিমূলকভাবে প্রভাবিত না করতে পারে সে দিকে বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। এছাড়া সন্দেহজনক লেনদেনকারী প্রতিষ্ঠানসমূহ বিশেষ নজরদারির আওতায় আনা ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে এবং যে সকল কোম্পানি/স্টেকহোল্ডার/প্রতিষ্ঠান বন্ধ আছে, তাদের শেয়ারবাজারে শেয়ার লেনদেনের উপর নজরদারি রাখতে বলা হয়েছে।
এদিকে অবৈধ বা নিয়মবহির্ভুতভাবে কোন কোম্পানি
শেয়ারবাজারে প্রবেশ বা বের হতে না পারে সে দিকে নজরদারি করতে বলা হয়েছে ওই চিঠিতে।
এছাড়া শেয়ারবাজারের সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানের সাথে সমন্বয় জোরদার করা, সচেতনতা
বৃদ্ধির জন্য শেয়ারবাজার সংক্রান্ত ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম আরও জোরদারকরণ
এবং ভবিষ্যৎ প্রজন্মের নিকট শেয়ারবাজার সংক্রান্ত ধারণা তুলে ধরতে বলা হয়েছে।