চার কোম্পানির লেনদেন চালু আগামীকাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার
লেনদেন মঙ্গলবার (২১ ডিসেম্বর) চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য
জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগেুলো হলো: বিকন ফার্মা,
ইস্টার্ন কেবল, সিলকো ফার্মা এবং তুংহাই নিটিং।
আজ সোমবার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন
স্থগিত রেখেছে কোম্পানিটি। আগামী মঙ্গলবা এ কোম্পানিটির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।