মিয়ানমার সেনারা দফায় দফায় গণহত্যা চালিয়েছিল

মিয়ানমারের বেসামরিক মানুষের ওপর সিরিজ গণহত্যা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে মিয়ানমার সেনারা দফায় দফায় গণহত্যার পাশাপাশি নৃশংস নির্যাতন চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করেছে। হত্যার পরপরই তাদের কবর দেওয়ারও প্রমাণ পাওয়ার দাবি করা হয়।

 

আন্তর্জাতিক আদালতে চলমান রোহিঙ্গা গণহত্যার বিচারের মধ্যেই ফের মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠল। গত জুলাইয়ে সাগাইং জেলার জান্তাবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত কানি টাউনশিপে বেসামরিক মানুষের ওপর নির্মম নির্যাতন চালায় মিয়ানমার সেনাবাহিনী।

 

অঞ্চলটির সাধারণ মানুষের ওপর অন্তত চারবার গণহত্যা চালানো হয়। যেখানে মিয়ানমার সেনাদের বর্বর নির্যাতনে কমপক্ষে ৪০ জন সাধারণ মানুষ মারা যান। এদের বেশির ভাগকেই বন্দুক দিয়ে পিটিয়ে ও অমানুষিক নির্যাতনে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

বিবিসির পক্ষ থেকে ১১ জন প্রত্যক্ষদর্শী ও যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থার সংগ্রহ করা ভিডিও ফুটেজে মিয়ানমার সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সবচেয়ে বেশি মানুষ হত্যা করা হয় ইয়িন গ্রামে। সেখানে ১৭ জনকে একসঙ্গে পিটিয়ে হত্যা করে জঙ্গলে কবর দেওয়া হয়।

 

এর আগে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যায় মেতে উঠেছিল মিয়ানমার সেনাবাহিনী। তাদের নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়েছে ১০ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়।

 

শিবিরেও বিভিন্ন সময় রোহিঙ্গা হত্যাকাণ্ডসহ একাধিক সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

এবার রোহিঙ্গা হত্যাকাণ্ডে আরসার সম্পৃক্ত থাকার বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য থাকার কথা জানাল জাতিসংঘ। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক বিশেষ দূত টম এন্ড্রুস এ তথ্য জানান।