সূচকের পতনে চলছে শেয়ারবাজার লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের
প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের
পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ রোববার বেলা ১১টায় ডিএসই
ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৪৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট
কমে অবস্থান করছে ২ হাজার ৫৬৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৩ টি কোম্পানি ও
মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১ টির, দর কমেছে ১৬৮ টির এবং দর অপরিবর্তিত
রয়েছে ৫৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৮১ হাজার টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)
সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৯০১
পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১৪৯ টি কোম্পানি ও
মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩ টির, দর কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে
১৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ২ লাখ ১৭ হাজার টাকা।