এক মাসে ডিএসইতে ব্যাংক খাতে লেনদেন ৭ হাজার কোটি টাকারও বেশি
গত এক মাসে দেশের পুঁজিবাজারে ব্যাংক খাতের
শেয়ারে উল্লেখযোগ্য পরিমাণে লেনদেন পরিলক্ষিত হচ্ছে। গত সপ্তাহ এবং এর আগের চার সপ্তাহ
মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের ৭ হাজার ২৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে।
এক্ষেত্রে কখনো ব্যাংক খাতের শেয়ারে ক্রয়চাপ আবার কখনো বিক্রয় চাপ দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত সপ্তাহে
ডিএসইতে ব্যাংক খাতের ৬২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এক্সচেঞ্জটির সাপ্তাহিক
লেনদেনের ১৬ দশমিক ৭ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইতে ব্যাংক খাতের ৯৫৫ কোটি টাকার শেয়ার
লেনদেন হয়েছে, যা এক্সচেঞ্জটির সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইতে
ব্যাংক খাতের শেয়ারের লেনদেন হয়েছে ১ হাজার ৪৫৬ কোটি টাকা, যা এক্সচেঞ্জটির সাপ্তাহিক
লেনদেনের ২৮ দশমিক ৯ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইতে ব্যাংক খাতের ২ হাজার ৪৪০ কোটি টাকার
শেয়ার লেনদেন হয়েছে, যা এক্সচেঞ্জটির সাপ্তাহিক লেনদেনের ৩৮ দশমিক ৭ শতাংশ। এ বছরের
১৮ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ডিএসইতে ব্যাংক খাতের ১ হাজার ৭৬২ কোটি টাকার শেয়ার লেনদেন
হয়েছিল। যা ছিল এক্সচেঞ্জটির সাপ্তাহিক লেনদেনের ২৫ দশমিক ২ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর সব সূচকই উল্লেখযোগ্য
হারে কমেছে। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ১১৬ দশমিক ৫৭ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ
কমে ৬ হাজার ৮৬৮ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৬ হাজার ৯৮৪ দশমিক
৭৪ পয়েন্টে।
নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের
ব্যবধানে ৪৫ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ৭৪ শতাংশ কমে ২ হাজার ৫৮৬ দশমিক ৪৬ পয়েন্টে
দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৬৩২ দশমিক ১৯ পয়েন্টে।
ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ দশমিক ১৬
পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমে ১ হাজার ৪৬২ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ
শেষে যা ছিল ১ হাজার ৪৭৫ দশমিক ৪৬ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে ৩৮৪টি কোম্পানি, মিউচুয়াল
ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৯৭টির, অপরিবর্তিত
ছিল ৮টির। আর লেনদেন হয়নি ৪টির শেয়ার।
গত সপ্তাহে ডিএসইতে সমাপনী দরের ভিত্তিতে
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেড, সোনালী পেপার
অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, লিবরা ইনফিউশনস লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড,
রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, এপেক্স
ফুটওয়্যার লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস লিমিটেড, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড,
এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) ও ফার্মা এইডস লিমিটেড।
অন্যদিকে সিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে
প্রায় ১৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল প্রায় ২৩৬
কোটি টাকার। গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৮৯ শতাংশ কমে ২০ হাজার
৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২০ হাজার ৪৬২ দশমিক ১৮ পয়েন্টে। আলোচ্য
সময়ে সিএসইতে মোট ৩২৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর
মধ্যে দর বেড়েছে ৭৬টির। কমেছে ২৪১টির। আর অপরিবর্তিত ছিল ১১টির শেয়ারদর।