লুজারের শীর্ষে কাট্টালি টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৮টির বা ৪১.৯১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, আগের কার্যদিবস কাট্টালি টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.২০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩২.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৬.৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে কাট্টালি টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

 

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪৩ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৩.৭৮ শতাংশ, আজিজ পাইপসের ৩.৭০ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৩.৬৬ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৩.৬৫ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৬০ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৩.৩১ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের শেয়ার দর ৩.১৭ শতাংশ কমেছে।