ব্লকে ৪১ কোম্পানির ৫৮ কোটি টাকার লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার
ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৮ লাখ ৭১
হাজার ৯৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৮ কোটি ২৮ লাখ টাকা। ডিএসই সূত্রে
এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ মঙ্গলবার ব্লক মার্কেটে
সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৮ কোটি
৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। মুন্নু সিরামিকস ১২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন
করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংক ৭ কোটি ৫৮ লাখ টাকার
শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো
হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, আলহাজ্ব টেক্সটাইল, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বেক্সিমকো,
ব্রাক ব্যাংক, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল,
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, গ্রামীণ স্কিম-২, গ্রীণডেল্টা
মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফিন্যান্স, ইসলমিক ফিন্যান্স, যমুনা ব্যাংক, এল.আর গ্লোবাল
মিউচ্যুয়াল ফান্ড, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড,
মুন্নু সিরামিকস, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স, এনআরবিসি ব্যাংক,
ওয়ান ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিস, ফার্মা এইডস, ফনিক্স
ফিন্যান্স, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স,
প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রবি, সাইফ পাওয়ারটেক, সোনালী পেপার, সামিট পাওয়ার,
সানলাইফ ইন্স্যুরেন্স ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।