লুজারের শীর্ষে শ্যামপুর সুগার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর ৭ টাকা ৪০ পয়সা বা ৭.৯৭ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, আজ মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৮৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১২৬ বারে ৯ হাজার ১১৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের ১০ টাকা ২০ পয়সা বা ৭.৬৩ শতাংশ দর কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের দর ১ টাকা ১০ পয়সা বা ৭.০১ শতাংশ কমেছে।

 

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট, জিবিবি পাওয়ার, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, জুট স্পিনার্স, ফ্যাস ফিন্যান্স, ইনটেক ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।