আগামীকাল ১১ কোম্পানির এজিএম

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, এপেক্স স্পিনিংয়ের সকাল সাড়ে ৯টায়, দেশবন্ধু পলিমারের সকাল ১০টায়, স্কয়ার ফার্মার সকাল ১০টায়, এস আলমের সকাল সাড়ে ১০টায়, এপেক্স ফুডসের সকাল সাড়ে ১০টায়, এমজেএলবিডির বেলা ১১টায়, প্যাসিফিক ডেনিমসের বেলা ১১টায়, স্কয়ার টেক্সটাইলের এজিএম বেলা ১১টায়, অ্যাডভেন্ট ফার্মার দুপুর ১২টায়, অগ্নি সিস্টেমসের বিকাল ৩টায় এবং এমআই সিমেন্টের বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সবগুলো কোম্পানির এজিএমই ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, কোম্পানিগুলো সমাপ্ত অর্থবছরে পরিচালনা পর্ষদ যে লভ্যাংশ ঘোষণা করেছে তাই শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা করবে কোম্পানিগুলো।