দর বৃদ্ধির শীর্ষ সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৩ ডিসেম্বর) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। আজ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৪০ পয়সা। এদিন শেয়ারটি সর্বশেষ ৮২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, কোম্পানিটি ৮ হাজার ৬৬৯ বারে ১৭ লাখ ৪৫ হাজার ১৪৮টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৬.৮৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা দরে লেনদেন হয়

 

এছাড়া তালিকার তৃতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২০ টাকা ৩০ পয়সা বা ৭.২৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩০০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

 

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো: ইস্টার্ন লুব্রিকেন্টস, সোনালী পেপার, প্রভাতি ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইডস, রেকিট বেনকিজার, ফনিক্স ফিন্যান্স ও ইসলামিক ফিন্যান্স লিমিটেড।