সূচকের বড় পতনে লেনদেন শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইতে ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৪ কোটি ৭৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার  ৪৩ কোটি ৪৫ লাখ টাকার।

 

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯২০ পয়েন্টে।

 

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৮ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে।

 

রোববার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, দর কমেছে ২৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

 

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৭১ পয়েন্ট কমে ২০  হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার।