লুজারের শীর্ষে দুলামিয়া কটন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে দুলামিয়া কটন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৭ বারে ১৪ হাজার ১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

 

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২০ বারে ১ লাখ ৫৭ হাজার ৭০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।

 

তালিকায় তৃতীয় স্থানে থাকা আমরা নেটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৬৭ বারে ৯ লাখ ৬০ হাজার ১৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৫ লাখ টাকা।

 

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ওয়ান ব্যাংকের ৫.৬১ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৫.০৫ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৪.৯৮ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.৮৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৪.৮৩ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৪.৭৪ শতাংশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪.৬৯ শতাংশ দর কমেছে।