লুজারের শীর্ষে আমান ফিড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৯টির বা ১৮.৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আমান ফিডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, আগের কার্যদিবস আমান ফিডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১.৬ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৯.৪ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৩.৫৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে আমান ফিড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

 

মঙ্গলবার টপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ৩.০৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ২.৪৮ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২.২৯ শতাংশ, ফরচুন সুজের ২.২০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.২০ শতাংশ, সোনালী পেপারের ২.১৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ২.১৫ শতাংশ, শাহজীবাজার পাওয়ারের ২.০৪ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৮৮ শতাংশ কমেছে।