দর বৃদ্দির শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।
আজ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৯ টাকা ২০
পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আজ
সোমবার কোম্পানিটি ৫০ হাজার ৭৭৫ বারে ৩৬ লাখ ৬৩১টি শেয়ার লেনদেন করে। গেইনারের দ্বিতীয়
স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। কোম্পানিটির দর ১৭ টাকা ১০ পয়সা বা ৯.৯৫
শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮৯ টাকা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয়
স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা
৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, মেট্রো স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং, সমতা লেদার, ডমিনেজ স্টিল ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।