পাকিস্তানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি ভারত!

শ্রীলঙ্কা সফরে যেতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য নিজেদের আকাশ ব্যবহারের অনুমতি দিল ভারত। খবর এএনআইর।

মঙ্গলবার প্রথমবারের মতো শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ইমরান খানের। এজন্যই তাকে বহনকারী বিমান ভারতের ওপর দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ভারত।

এর আগে ২০১৯ সালে ভারতীয় প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময় পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করে রেখেছিল। আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহণ সংস্থার নিয়ম অনুযায়ী, যেকোনও ভিভিআইপি বিমানকে সকল দেশ নিজ আকাশসীমায় চলাচলে অনুমতি দেবে। পাকিস্তান এই শর্ত ভঙ্গ করেছিল।