শেয়ারবাজারের উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক ৭ ডিসেম্বর
পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা ও করণীয়
নির্ধারণে বৈঠক ডেকেছে অর্থ মন্ত্রণালয়। আগামী ৭ ডিসেম্বর, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের
সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ১ ডিসেম্বর চিঠিটি ইস্যু করেন অর্থ
মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব এবং শেয়ারবাজার কার্যক্রম সমন্বয়
ও তদারকি কমিটির সদস্য সচিব ড. নাহিদ হোসেন। ওই চিঠি সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানের
প্রধানদের কাছে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- সিনিয়র সচিব অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ
ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনসবিআর), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
(বিএসইসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
সভায় সভাপতিত্ব করবেন অর্থ মন্ত্রণালয়ের
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবং পুঁজিবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি
কমিটির আহ্বায়ক মফিজ উদ্দীন আহমেদ।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেয়ারবাজারের
উন্নয়নে অর্থমন্ত্রীর সঙ্গে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাবসমূহের যথাযথ বাস্তবায়ন
কাজ সমন্বয় ও তদারকির জন্য বৈঠক করা হবে। বৈঠকে কমিটির কর্মকর্তাদেরকে উপস্থিত থাকার
জন্য বলা হয়েছে।