কোথায় তোরা বাংলাদেশি

মানিস যাঁরা সাম্যবাদ

দেখ চেয়ে দেখ তুলছে মাথা

দেশদ্রোহী উগ্রবাদ।

বাংলাদেশের সংবিধানে

বাংলাদেশি সব সমান

সংবিধানকে মানছে না ঐ

মির্জাফরের কুসন্তান।।

ওঠ জেগে ওঠ কর প্রতিবাদ

মানিস যাঁরা সাম্যবাদ

দেখ চেয়ে দেখ তুলছে মাথা

দেশদ্রোহী উগ্রবাদ।

এদেশ হবে তোমার আমার

সাম্যবাদের আঁতুড়ঘর

যা চলে যা এদেশ ছেড়ে

নিমকহারাম আল বদর।।

আয় ওরে আয় কর প্রতিবাদ

মানিস যাঁরা সাম্যবাদ

দেখ চেয়ে দেখ তুলছে মাথা

দেশদ্রোহী উগ্রবাদ।