সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইডস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে দর বাড়ার শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬০ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৪ লাখ ৪৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।

 

দর বাড়ার শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৫৯ দশমিক ৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

 

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫০০ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০০ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা।

 

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে: সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, প্যারামাউন্ট টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।