কাট্টালি টেক্সটাইলের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

দেশের শেয়ারবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি কাট্টালি টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিলো ১.৪৩ টাকা।

 

২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭১ টাকা।

 

উল্লেখ্য, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।