ব্যাংক খাতের সংশোধনে শেয়ারবাজারে বড় পতন
সপ্তাহের প্রথম দিবসে সামান্য পতনের পর
আজ বড় পতন দেখলো দেশের শেয়ারবাজার। সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
(ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ব্যাংক খাতের অবনতিতে এদিন অর্ধশতাধিক পয়েন্টের
পতন হয়েছে।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান
সূচক অর্ধশতাধিক পয়েন্ট হারিয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া দুই শতাধিক কোম্পানি হারিয়েছে
শেয়ারদর।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক
‘ডিএসই এক্স’ আগের দিনের তুলনায়
৬৩ পয়েন্ট কমেছে। গতকাল (রোববার) সূচকটি ৬ পয়েন্ট হারিয়েছিল। বর্তমানে সূচকটি অবস্থান
করছে ৭ হাজার ২২ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও
আজ কমেছে। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই এস’ আগের দিনের তুলনায়
৪ পয়েন্ট কমেছে। আর বাচাই করা কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই ৩০’ হারিয়েছে ১৬
পয়েন্ট।
সব সূচকের পতনের দিন দেশের প্রধান শেয়ারবাজারে
আজ টাকার অংকে লেনদেনও কমেছে। এদিন আগের দিনের তুলনায় ৫৬০ কোটি টাকার লেনদেন কম হয়েছে।
সোমবার ডিএসইতে মোট ১ হাজার ১ হাজার ২২৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে ৩৫৯টি
কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর
আজ কমেছে। বেড়েছে ১০৪টির। আর ৩৯ টি কোম্পানির শেয়ারদর এদিন অপরিবর্তিত ছিল।