আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ১১ কোম্পানি
দেশের
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল রোববার ২১ নভেম্বর,
রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো
হচ্ছে- উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, শাশা ডেনিমস, শমরিতা হসপিটাল, ন্যাশনাল টি, মুন্নু
সিরামিকস, মুন্নু অ্যাগ্রো, মোজাফফর হোসেন স্পিনিং, মেঘনা পেট,মেঘনা কনডেন্সড মিল্ক,
কনফিডেন্স সিমেন্ট ও অ্যারামিট সিমেন্ট লিমিটেড।
সূত্র
মতে, এর মধ্যে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৩
নভেম্বর, মঙ্গলবার। এই কোম্পানিগুলোর রেকর্ড তারিখ আগামী ২৪ নভেম্বর, বুধবার নির্ধারণ
করা হয়েছে।
আর বাকী
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২২ নভেম্বর, সোমবার। কোম্পানিগুলোর
রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর, মঙ্গলবার।
উল্লেখ্য,
রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।