সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
কিছুটা ঊর্ধ্বমুখীতার মধ্য দিয়ে গেল সপ্তাহ
পার করেছে দেশের শেয়ারবাজার। আর শেষ সপ্তাহে শেয়ারবাজারে দর বৃদ্ধিতে দাপট দেখিয়েছে
নতুন তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। গত সপ্তাহে বিনিয়োগকারীদের কাছে পছন্দের
শীর্ষে ছিল কোম্পানিটির শেয়ার। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)
দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটির শেয়ার। ডিএসই সূত্রে এসব তথ্য জানা
গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ
কার্যদিবসের প্রতিদিনই সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ
করে। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৬০ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১৪
টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৫ টাকা
৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১১ টাকা।
শেয়ারের এমন ঊর্ধ্বমুখী অবস্থানে থাকা
কোম্পানিটি সম্প্রতি চলমান হিসাব বছরের প্রথম নয় মাসের (চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর)
আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটির মুনাফায় বড়
ধরনের উন্নতি হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসের ব্যবসায় কোম্পানিটি
শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩ টাকা ৪৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২ টাকা
৭ পয়সা।
শেয়ার দাম বাড়লেও বিনিয়োগকারীদের বড় অংশ
কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে মাত্র ২ লাখ ১২
হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪২ হাজার টাকা।
দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে
রয়েছে ওরিয়ন ইনফিউশন। গত সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২১ দশমিক ৫৮
শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম
বেড়েছে ২০ দশমিক ২১ শতাংশ।
এছাড়া দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের
তালিকায় থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৮ দশমিক ৮১ শতাংশ, বিচ
হ্যাচারি ১৭ দশমিক ১৯ শতাংশ, ওয়ান ব্যাংকের ১৫ দশমিক ৭৫ শতাংশ, এসিসি ব্যাংকের ১৪ দশমিক
৫৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ১৪ দশমিক ১৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১৪ দশমিক শূন্য
৪ শতাংশ এবং এবি ব্যাংকের ১৩ দশমিক ৪৮ শতাংশ দাম বেড়েছে।