সুদান বিক্ষোভ: নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত ১৫

সুদানে অভ্যুত্থানবিরোধী চলমান বিক্ষোভে আবারও গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবারের এই ঘটনায় মোট ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু মানুষ। খবর রয়টার্সের।

 

সামরিক অভ্যুত্থানের পর থেকেই নতুন সেনাশাসনের বিরোধিতা করে আসছে দেশটির হাজার হাজার মানুষ। প্রতিদিনই রাজপথে বিক্ষোভ করছেন তারা।

 

বুধবারও রাজধানীর খার্তুম, বাহরি এবং ওমদুরমান শহরে মিছিল চলছিল বিক্ষোভকারীদের।

 

এই মিছিলেই গুলি এবং টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। একইসঙ্গে শহরগুলোতে বিচ্ছিন্ন করে দেওয়া হয় মোবাইল সংযোগ।

 

এই ঘটনার পর পরই দেশের মোবাইল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

 

রাস্তা থেকে সরে গিয়েও বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানের ভাষা ছিল এরকম- জনগনই বেশি শক্তিশালী। এ লড়াই থেকে সরে যাওয়ার উপায় নেই। ন্যায্যতার অধিকার রাস্তা থেকেই আদায় হয়, কামানের গোলা দিয়ে সেটা করা যায় না।

 

এরপর তারা টায়ার জ্বালিয়ে, বেরিকেট তৈরি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

 

বিক্ষোভকারীদের রুখতে সুদানের বড় বড় শহরগুলোতে বিপুল পরিমাণ নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

উল্লেখ্য, গেল ২৫ অক্টোবর সরকার ভেঙে দিয়ে সুদানের ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী। সেই থেকে দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে।