স্পট মার্কেটে লেনদেন করবে ১৭ কোম্পানি

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানির শেয়ার লেনদেন আজ থেকে স্পট মার্কেটে হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, ইউনাইটেড পাওয়ার, তশরিফা, তমিজউদ্দিন টেক্সটাইল, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক, সাফকো স্পিনিং, রেনউইক যজ্ঞেশ্বর, মুন্নু ফেব্রিক্স, খুলনা পাওয়ার, ইন্ট্রাকো, জিপিএইচ ইস্পাত, জেমিনি সী ফুড, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, বিডি অটোকার্স এবং আমান কটনের শেয়ার লেনদেন ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে। আর স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী ২২ নভেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।