জাতীয় লিগেও ব্যর্থ লিটন দাসের ব্যাট
বিশ্বকাপ শেষে
ফর্মের খোঁজে জাতীয় ক্রিকেট লিগে খেলছেন লিটন দাস। তবে জাতীয় লিগেও ব্যর্থতার বৃত্ত
থেকে বের হতে পারেননি তিনি। তবে প্রথমবারের মতো বোলিংয়ে হাত ঘুরিয়েছেন লিটন। ব্যর্থতার
কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হারিয়েছেন উইকেটরক্ষক এ ব্যাটার।
তবে ছুটি কাটিয়ে দেশে ফিরেই খেলেছেন ২৩তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড।
সেখানেও ব্যর্থ লিটনের ব্যাট। জাতীয় লিগে ফিরে থিতু হয়েও বড় রান করতে পারেননি তিনি।
করেছেন মাত্র ২৪ রান।
জাতীয় দলে সাদা
পোশাকের ক্রিকেটে ৬-৭ এ ব্যাট করলেও রংপুর বিভাগের হয়ে বুধবার (১৭ নভেম্বর) শুরুতে
ব্যাট করতে নামেন লিটন। আগের দিনের করা ২৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা এ ব্যাটার এদিন
কোনো রান করেই সুমন খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান।
তবে ব্যাট হাতে
ব্যর্থ হলেও ক্যারিয়ারের প্রথমবার বল হাতে নিয়েছেন লিটন। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের
দিকে এগোচ্ছে ৩৭তম ওভার করতে অধিনায়ক আকবর আলী বল তুলে দেন লিটনের হাতে। প্রথম ওভারে
মাত্র ২ রান দেন এ উইকেটরক্ষক ব্যাটার। সবমিলিয়ে ৩ ওভার বোলিং করেছেন লিটন। কোনো উইকেট
না পেলেও রান দিয়েছেন ১৪।
এ দিনে ড্র
করে শেষ হয় রংপুর-ঢাকার ম্যাচটি। প্রথম ইনিংসে নাদিফের ব্যাটিংয়ের সুবাদে ৩৭১ রান করে
ঢাকা। জবাবে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২২২ রান তোলে রংপুর। নাসিরের ৪৯ পাশাপাশি ৪৭ রান
করেন আরিফুল। দ্বিতীয় ইনিংসে ঢাকার হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন আব্দুল মজিদ। দ্বিতীয়
ইনিংসে দুটি উইকেট নেন তানভির হায়দার।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা (১ম ইনিংস)
৩৭১ (নাদিফ ৮২, শুভাগত ৭৬ : মুকিদুল ৩-৬০)
রংপুর (১ম ইনিংস)
২২৬/৬ (নাসির ৪৯, আরিফুল ৪৭, তানভির ৪৫, লিটন ২৪ : সুমন ২-৩৩)
ঢাকা (২য় ইনিংস)
১৫৭/৩ (আব্দুল মজিদ ৬১, রনি ৫০ : তানভির ২-৩৩)