সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

দেশের শেয়ারবাজারে সামান্য উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

জানা গেছে, বুধবার (১৭ নভেম্বর) আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.১৯ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৬০.৭৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট বা ০.০৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৬ বা ০.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮৪.১৪ পয়েন্টে এবং দুই হাজার ৬৮৩.২৯ পয়েন্টে।

 

ডিএসইতে আজ এক হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ১৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকার।

 

ডিএসইতে আজ ৩৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির বা ৪১.৫৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৭টির বা ৪৮.৩৬ শতাংশের এবং ৩৭টির বা ১০.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

 

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩.৭৫ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৪২.১১ পয়েন্টে। সিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির দর বেড়েছে, কমেছে ১২৭টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।