দর পতনের শীর্ষে রেনেটা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩০টির বা ৩৪.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে রেনেটার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, আগের কার্যদিবসে রেনেটার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৪২.১০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩১৫ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১২৭ টাকা বা ৮.৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে রেনেটা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

 

আজ টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ৭.৬৬ শতাংশ, ন্যাশনাল ফিডের ৬.২২ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৫.৮৮ শতাংশ, প্যাসিফিক ডাইনামসের ৫.৭৩ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৫.১০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫.০৯ শতাংশ, ফাইন ফুডসের ৪.২৬ শতাংশ, জিকিউ বলপেনের ৪.১৬ শতাংশ এবং দেশ বন্ধুর ৪.১১ শতাংশ দড় কমেছে।